খুলনা বিভাগসারাদেশ

মাগুরার মহম্মদপুরে জালাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের কৃষক মোঃ জালাল মোল্যার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাধারণ জনতা। সোমবার (১২ এপ্রিল) বিকালে নিহত জালাল মোল্যার নিজ গ্রাম এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নিহতের পরিবার সহ এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।উক্ত মানববন্ধন থেকে বক্তারা বলেন, নিহত জালাল মোল্যা গ্রামের একজন নিরিহ লোক ছিলেন। অথচ তাকে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে নৃশংস ভাবে হত্যা করেছে। এজন্য তারা মানববন্ধন থেকে আইনের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।জানা গেছে,জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চালিমিয়া গ্রামের জালাল মোল্যার সঙ্গে একই গ্রামের হাকিম শেখ ও তার পরিবারের বিরোধ চলে আসছিলো। এর একপর্যায় হাকিম মোল্যা ও তার পরিবারের লোকজন ও নিটুল খান সহ স্থানীয় কিছু লোকেরা গত ২৮ মার্চ সকালে জালাল মোল্যার উপর অতর্কিভাবে হামলা চালায়। এসময় জালাল মোল্যার পরিবার সহ অন্যন্যরা এগিয়ে এলে তাদের উপরও হামলা হয়। এই হামলায় জালাল মোল্যা সহ কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয় এবং গুরুতর আহত জালাল মোল্যা ফরিদপুর সদর হাসপাতালে মারা যায়।
উক্ত ঘটনায় নিহত জালাল মোল্যার ছেলে মোঃ ইসরাফিল মোল্যা বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরো অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।আসামিদের আটক এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা সোমবার চালিমিয়া গ্রামে সাধারণ লোকেরা ভুক্তভোগীর পরিবারের পক্ষে মানববন্ধন করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button