রাজশাহী বিভাগসারাদেশ

যৌতুকের বলি হাফিজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
আজ ২৮ মে ২০২১ শুক্রবার সকাল ১১টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটুয়া রাখুর মোড়ে এলাকাবাসীর উদ্যোগে যৌতুকের কারণে খুন হওয়া হাফিজার স্বামী ও আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হাফিজার পিতা হালিম সরকার, মাতা মোছা: রোকেয়া বেগম, ভাই রায়হান সরকার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাসদ জেলা সমন্বয়ক দেবাশীষ রায়, শ্রমিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাঃ সম্পাদক পারুল মজুমদার, শ্রমিক ফ্রন্টের সদস্য মোবারক হোসেন, উদীচীর সদস্য আলফুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঝগাঁও ইউনিয়নের যুগ্ম সাঃসম্পাদক হান্নান সরকার সমাবেশে হাফিজার পিতা বলেন আমার মেয়েকে যৌতুকের জন্য তার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন প্রায় সময় মারধর করতো। ঘটনার আগের দিনও তাকে নির্যাতন করার খবর পেয়ে এলাকার মেম্বারসহ পরেরদিন সালিশ মিমাংসা করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু পরের দিন এলাকার লোকজনের কাছে শুনতে পাই আমার মেয়ে বিষ খেয়েছে। আমাদের বাসা থেকে কয়েক গজ দূরে মেয়ের বাসা হওয়া সত্ত্বেও আমরা ঠিক সময়ে খবর পাইনি। খবর পেয়ে যখন দেখতে গেলাম তখন তাকে দেখতে দেয়া হয়নি। আমার ছেলের সাথে হাফিজা কথা বলতে চাইলেও তার স্বামী কথা বলতে দেয়নি। সকাল সাড়ে আটটায় আমার মেয়ে মারা যায়। সুরতহাল রিপোর্টে সঠিক তথ্য দেয়া হয়নি। থানায় মামলা নিতে গড়িমসি করে একটি দূর্বল মামলা করা হল। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের ধরা হচ্ছেনা। সবকিছু দেখে আমরা শংকিত আদৌ বিচার পাবো কিনা। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন গরীব মানুষের বিচার কখনো ধীর গতিতে কখনো নিভৃতে কাঁদে। হাফিজার মত মেয়েরা হত্যার শিকার হয়, তার পরিবার দ্বারে দ্বারে ঘুরতে থাকে বিচারের আশায়। কিন্তু বিচার অনিশ্চিত। বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্টু তদন্ত,অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button