আন্তর্জাতিক

‘করোনা ভাইরাস আসছে’, ৮ বছর আগে জানতেন যে ব্যক্তি!

দুই বছর ধরে করোনাভাইরাসের তাণ্ডবে স্থবির হয়ে আছে বিশ্ব।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশে জন্ম নিয়ে মাত্র কয়েকমাসে গোটা বিশ্বকে গ্রাস করেছে এই ভাইরাস, যা কোভিড-১৯ নামে পরিচিত।

অথচ করোনাভাইরাস বিষয়ে আট বছর আগেই জানতেন মার্কো নামের এক যুবক!

সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটবার্তা এমনটাই বলছে।

২০১৩ সালের ৩ জুন মার্কো টুইট করেন, ‘করোনা ভাইরাস আসছে’। টুইট বার্তা নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

মার্কো কোনো সেলিব্রেটি ছিলেন না যে, তার সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। তাই ওই সময় পোস্টটি মানুষের মনোযোগ আকর্ষণ করেনি তেমন একটি।

কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর মানুষ তার টুইটটির উপর হুমড়ি খেয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বছরের পুরনো পোস্ট নিয়ে আলোচনার ঝড় উঠেছে৷ ১ লাখ ৮৪ হাজার রিটুইট হয়েছে ইতোমধ্যে।

টুইটার ব্যবহারকারীরা মার্কোর প্রোফাইলে দেখতে ঝাঁপিয়ে পড়ছেন।

প্রশ্ন উঠেছে, মার্কো কি সত্যি জানতেন ৬ বছর এক মহামারি বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে?

এ কী করে সম্ভব? এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই।

এর জবাব মার্কোর কাছেই। কিন্তু সেই মার্কোর খোঁজ এখন অবধি পাওয়া যায়নি। কারণ বিস্ময়ের ব্যাপার হলো ২০১৬ সালের ১১ ডিসেম্বরের পরে তিনি আর কোনো টুইট করেননি। তার শেষ টুইট ছিল একটি হাসিমুখের ইমোজি।

যে কারণে অনুমানের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই।

অনেকেই বলছেন, মার্কো তার টুইটে সাধারণ করোনা গোষ্ঠীর জীবাণুর কথাই বলেছিলেন। নির্দিষ্টভাবে কোভিড-১৯-এর কথা লেখেননি। কারণ তিনি যখন পোস্ট করেছিলেন তখনও ২০১৯ সাল আসতে ৬ বছর বাকি এবং কোভিড-১৯ জীবাণুর জন্মও ভবিষ্যতের গর্ভে।

সেই সূত্র ধরে অনেকের অনুমান, ২০১৩ সালের আগে থেকে ‘করোনাভাইরাস’ নামটির কথা ভাইরলজিস্টদের মধ্যে প্রচলিত। নির্দিষ্ট ভাইরাস গোষ্ঠীর ‘জেনেরিক নাম’ করোনা। এখন এটি মহামারির নামে পরিণত। তিনি হয়ত সেই জ্ঞান থেকেই টুইটটি করেছিলেন।

তবে অনেকের সন্দেহ, মার্কো টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টের তারিখ ও সময় পাল্টেছেন। যা করা দুঃসাধ্য।

এমন সন্দেহে নাকচ করে দিতে পারে যে তথ্য, ২০১৬ সালের পরে আর কিছু টুইট করেননি মার্কো। তিনি হয়ত অন্য অ্যাকাউন্ট খুলেছেন। কিংবা তিনি জীবিত নেই।

তথ্যসূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button