সারাদেশ

রাজবাড়ী‌তে ইলিশ শিকারের দায়ে ৩৯ জে‌লের কারাদণ্ড

রাজবাড়ী‌র পদ্মা নদী‌ অংশে ইলিশ ধরার দা‌য়ে ৩৯ জেলেকে আটক করার পর জেল ও জ‌রিমানা করে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ২০৫ কে‌জি ইলিশ ও ৩ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করা হ‌য়।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদাল‌ত ৩৩ জন জে‌লে‌কে নয় দিন ক‌রে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া চারজন জেএসসি পরীক্ষার্থী হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। অপর দুইজনকে ১ হাজার টাকা ক‌রে মোট দুই হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ দিকে জব্দকৃত মাছ জেলার বি‌ভিন্ন এতিমখানা ও দুস্থ‌দের মধ্যে বিতরণ এবং জাল পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী‌ উপ‌জেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এ দিকে, গোয়া‌ল‌ন্দে সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী সদ‌রে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. র‌ফিকুল ইসলাম ও মো. মহিউদ্দিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button