সারাদেশ

রাণীশংকৈল ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে ৩১ আগস্ট শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য  অর্পণ করা হয় এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। পরে কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের উপর বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও কলেজ শিক্ষক অধ্যাপক ইয়াসিন আলী,  আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপাধক্ষ্য জামালউদ্দীন, প্রভাষক সফিকুল আলম, প্রভাষক আশরাফ আলী, প্রভাষক প্রশান্ত বসাক, প্রভাষক ও প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, অভিভাবক সদস্য ও প্রেসক্লাব সভাপতি কুসমত আলী,কলেজ ছাত্র ইব্রাহীম প্রমুখ। এছাড়াও কলেজের সকল শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,  ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। শেষে  ছাত্রছাত্রীদের মাঝে ৫০০ উন্নত ফলদ বৃক্ষ ও কাঠের চারা বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button