রাজশাহী বিভাগসারাদেশ

রাতের আঁধারে তিন ফসলি জমিতে কাটা হচ্ছে পুকুর

নাটোর প্রতিনিধি:
এখন আর দিনে নয়,রাতের আঁধারে তিন ফসলী জমির মাটি কেটে ইটভাটাসহ নান স্থানে বিক্রি করছে সংঘবদ্ধ মাটি চোরেরা । নাটোর সদর উপজেলার বিভিন্ন বিলে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কেটে পুকুর কাটা হচ্ছে। এ স্কেভেটর দিয়ে ফসলি জমির উপরের অংশ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায় ও বিভিন্ন স্থাপনা ভরাট কাজে। এতে নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। অতিরিক্ত ওভারলোডিং-এর ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। এছাড়া সড়কে মাটি পড়ে নিয়মিত ঘটছে দূর্ঘটনা ।অভিযোগে রয়েছে পুুকুর কাটার সাথে সম্পৃক্ত রয়েছেন প্রশাসনের কিছু অসাধু কর্তা ব্যক্তি এবং দালাল চক্র।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছাতনী, দিঘাপতিয়া ,লক্ষীপুর খোলাবাড়িয়া,তেবাড়িয়া,হালসা,ইউনিয়নের বিভিন্নস্থানে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব। গত একমাস ধরে রাত ১০টা থেকে ভোর রাত পর্যন্ত অন্তত ১০ থেকে ১৫ টি স্থান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অনেক স্থানে পুকুর কাটা বন্ধ রাখা হলেও সেগুলো অদৃশ্য শক্তির বলে আবার চালু করা হচ্ছে। গত ঈদের পর থেকে নতুন কৌশলে রাতের বেলা মাটি কাটা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, কোন অবস্থাতেই তিন ফসলী জমিতে ফসল কাটতে দেয়া হবেনা। এসব স্থান চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button