রাজশাহী বিভাগসারাদেশ

রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট কর্তৃক টিএমএসএস এর স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট (২০২০-২১) হোলগার ন্যাক, রবিবার বগুড়ায় টিএমএসএস পরিদর্শন করেছেন। এসময় তিনি রোটারী গেøাবাল গ্রান্ট এর সহায়তাপুষ্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে বাস্তবায়নকৃত সেবামূলক বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও সম্ভাব্য প্রকল্প প্রস্তাবনা গ্রহণ করেন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল কর্তৃক আয়োজিত টিএমএসএস’র নির্বাহী পরিচালক রোটাঃ অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট হোলগার ন্যাক। এসময় তিনি টিএমএসএস এর সামগ্রিক কার্যক্রম এবং রোটারী ইন্টারন্যাশনাল এর সহায়তায় পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে অবগত হন।

অনুষ্ঠানে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রোটাঃ অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, একেএস প্রাপ্ত হওয়ায় রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট তাঁর হাতে সম্মানীয় পদক তুলে দেন।

মতবিনিময় সভায় টিএমএসএস এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মোঃ মতিউর রহমান। আরও বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল এর ফাস্ট লেডি সুজান ন্যাক, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১ এর বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর রোটা: ইঞ্জিনিয়ার এম এ ওহাব, পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটা: এম খায়রুল আলম, রোটারী ক্লাব অব রমনা এর পিপি রোটা: আশেক উল ইসলাম, রোটারী ক্লাব অব বগুড়ার রোটা: মামদুদুর রহমান শিপন।

উপস্থিত ছিলেন রিপাবলিক অব কোরিয়ার রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩৬৯০ এর স্পেশাল এ্যাম্বাসেডর রোটা: মিয়ং সু পার্ক, পাবলিক রিলেশন্স চেয়ারপার্সন রোটা: জং ইয়ং কিম, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান (অবসরপ্রাপ্ত) প্রমুখ। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব বগুড়া এবং ঢাকার বিভিন্ন রোটারী ক্লাবের সদস্য, টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button