রংপুর বিভাগসারাদেশ

রৌমারীতে ৯ দিনে ট্রাক্টর দুর্ঘটনায় নিহত ৩

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বালুভর্তি অবৈধ ট্রাক্টরের ধাক্কায় হাসান আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চেংটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। এ নিয়ে ৯ দিনের ব্যবধানে ট্রাক্টর দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটল। অন্যরা হলেন, ফুলুয়ারচর এলাকার নুর জাহান (৩০) ও বড়মাদারটিলা গ্রামের সালেহা বেগম (৬৫)।

এ ঘটনার পর ট্রাক্টরের চালক শাহাবুউদ্দিনকে (৩৫) আটক করেছে এলাকাবাসী। তার বাড়ি রৌমারী সদর ইউনিয়ের জন্তিরকান্দা গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার সকালে চেংটাপাড়া ব্রীজ মোড়ে বালুভর্তি ট্রাক্টরটি ওই বৃদ্ধকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button