সারাদেশ

রৌমারী সীমান্তে ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ৮শত ৫০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার গয়টাপাড়া সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১০৬০/৩ এস এর নিকট থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মিজানুর উপজেলার গয়টাপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

জামালপুর (৩৫ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গয়টাপাড়া ক্যাম্প হাবিলদার কাজী নজরুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহলদল গয়টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৮শত ৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার সিজার মুল্য ৫ লাখ ৫৬ হাজার টাকা। এ ব্যাপারে রৌমারী থানায় মামলা করার প্রস্ততি চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button