সারাদেশ

লালপুরে গোয়েন্দা উপস্থিতি টের পেয়ে পালালেন প্রাইভেট ও কোচিং ব্যবসায়ীরা

লালপুর (নাটোর) প্রতিনিধি : গোয়েন্দা পরিচয়ে নাটেরের লালপুরের বিভিন্ন কোচিং সেন্টার ও বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট ও কোচিং ব্যবসায়ীদের খোঁজ করায় আতঙ্কিত হয়ে পড়েছে লালপুরের প্রাইভেট ও কোচিং ব্যবসায়ীরা। তাদের উপস্থিতি টের পেয়ে সব বন্ধ করে পালিয়ে গেলেন কোচিং ও প্রাইভেটের সাথে সংশ্লিষ্ট পরিচালকরা।
মঙ্গলবার গোয়েন্দাদের অভিযানের খবর পাওয়ার সাথে সাথে লালপুর ছয় মাথার মোড়,হাজি মার্কেট,চকের মোড় সহ বিভিন্ন প্রাইভেট ও কোটিং সেন্টার বন্ধ করে সবাই পালিয়ে যান। প্রাইভেট ও কোচিং বন্ধ হওয়ায় কোচিং ও প্রাইভেটে যাওয়া সকল শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। কোচিং বন্ধ পাওয়ায় বাড়ি ফেরা ১০ম শ্রেনীর শিক্ষার্থী ইলা খাতুন সহ একাধিক শিক্ষার্থীরা জানান,গোয়েন্দাদের লোক আসছে, তাই স্যার আজকে পড়াবেননা। নাম প্রকাশ না করার শর্তে এক প্রাইভেট শিক্ষক জানান, মঙ্গলবার সকালে গোয়েন্দা পরিচয়ে আমার নিকট বিভিন্ন প্রাইভেট শিক্ষকদের সম্পর্কে জানতে চান। তবে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা গোয়েন্দাদের অভিযান সম্পর্কে কিছু জানা নেই বলে জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button