রংপুর বিভাগসারাদেশ

শালুক ও কলমি শাক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিলে শালুক ও কলমি শাক তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার পুড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো, জনি খাতুন (৬) ও আমিনা খাতুন (৮)। জনি খাতুন পুড়ারচর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আমিনা খাতুন শেরপুর জেলার শেরপুর থানার নয়নপাড়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে। সে (আমিনা খাতুন) তার মায়ের সাথে শৌলমারীর পুড়ারচর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে এ দুই শিশু বাড়ির পাশে থাকা বিলে শালুক ও কলমি শাক তুলতে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায়। কিন্তু কেউ বিষয়টি টের পাননি। এতে শিশু দুইটি নিখোঁজ হয়।
পরে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বিলের পানিতে দুই শিশুকে ভাসতে দেখা যায়। এ সময় পরিবারের সদস্যরা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button