রাজশাহী বিভাগসারাদেশ

শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ

ডেস্ক রিপোর্টঃ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের মানুষের জীবনযাত্রা। চলতি মাসের শেষে এ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

দিনের আলো ফুটলেও ঘন কুয়াশায় রাস্তাঘাট ঢাকা পড়ায় পঞ্চগড়ে হেডলাইট জালিয়ে যানবাহন চলাচল করছে। আর গরম কাপড়ে শীত নিবারণ না করতে পেরে একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ।

এদিকে, গতকাল  বগুড়াতে দিনে রৌদ্র থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ভুক্তভোগীরা বলছেন কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের কারনে তা চরম আকার ধারন করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। চলতি মাসের শেষে তাপমাত্রা আরও নিচের দিকে নেমে আসার আভাস দিচ্ছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button