রাজশাহী বিভাগসারাদেশ

শুরু হলো রুয়েটে রোবটিক্স ফেয়ার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী রোবটিক্স ফেয়ার শুরু হয়েছে।

 

বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান ড. সজল কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, রূপালী ব্যাংক রুয়েট শাখার ব্যবস্থাপক মো. সেতাউর রহমান খান সহ বিভিন্ন অনুষদের ডিনরা, দপ্তর, বিভাগ, শাখা প্রধানরা, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী-কর্মচারী উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী রোবোট্রনিক ২ দশমিক শূন্যের মূল ইভেন্টে মাড রোভার, রোবো রেসলিং, স্পিড ব্যাটেল, প্রজেক্ট শোকেসিং, ক্যাড ডিজাইন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা হবে।

প্রতিযোগীরা ব্যক্তিগত অথবা দলগতভাবে এসব ইভেন্টে অংশ নিতে পারবেন। রোবোপ্রেমীদের এই উৎসবে ইতোমধ্যে বুয়েট, কুয়েট, চুয়েট, শাবিপ্রবি, রাবি, হাবিপ্রবি, ঢাকা কলেজ, বিভিন্ন স্কুল-কলেজসহ দেশের শীর্ষস্থানীয় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ জন শিক্ষার্থী ৭৯টি টিমে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেন্য পদার্থবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. অরুন কুমার বসাক।

প্রতিযোগীতায় বিজয়ীদের সর্বমোট ১ লাখ ৯৪ হাজার টাকা অর্থ পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হবে।

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান ড. সজল কুমার দাস বলেন, রোবোট্রনিক্স ২ দশমিক শূন্য আয়োজনের মুখ্য উদ্দেশ্যই হলো বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button