ময়মনসিংহ বিভাগসারাদেশ

শেরপুরে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করনীয় শীর্ষক সেমিনার

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর করনীয় শীর্ষক দিনব্যাপী সেমিনার শেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৯মার্চ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশের অপরাধ দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের অধীনে পরিচালিত এ সেমিনারের উদ্বোধন করেন, শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। এসময় তিনি বলেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনেই কাজ করে না। পুলিশ জনগনের সেবা করে আসছে। সব কাজেই এখন পুলিশ মানুষের পাশ্বে দাড়াচ্ছে। আর মানুষের সেবা করাই হচ্ছে এখন পুলিশের প্রধান কাজ। আগে সেবার জন্য মানুষ পুলিশের পিছে ঘুরতো। আর এখন মানুষের কাছেই পুলিশ সেবা নিয়ে হাজির হচ্ছে। আর এর মূলকারণ হচ্ছে মানুষকে অপরাধী কার্যক্রম থেকে ফিরিয়ে আনা।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, শেরপুর সদর সার্কেল মো: হান্নান মিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সেমিনারে সকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের সকল অফিসারগন অংশগ্রহন করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ সেমিনারের মাধ্যমে আমরা আরো দায়িত্ববান হতে সক্ষম হবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button