রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মিলন সভাপতি ও মতি সম্পাদক নির্বাচিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে আরিফুর রহমান মিলন ও সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
গত সোমবার ২৯মার্চ ভোররাতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম। এরআগে রোবার (২৮মার্চ) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা প্রাঙণে বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আরিফুর রহমান মিলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৪৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইছাহাক আলী সরকার মই প্রতীক নিয়ে পেয়েছেন ৩হাজার ৩৪১ভোট। আর কার্যকরী সভাপতি পদে কামাল হোসেন প্রতীক শাপলা ফুল নিয়ে ৩হাজার ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সাত্তার সাদেক প্রতীক ছাতা নিয়ে পান ৩হাজার ১৪৯ভোট। সাধারণ সম্পাদক পদে ৪হাজার ৫০ ভোট পেয়ে কুঁড়েঘর প্রতিক নিয়ে মতিউর রহমান মতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলন পান ২হাজার ৭৭৩ ভোট।
এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি এমএ মান্নান সরকার (হারিকেন), আব্দুল মতিন শেখ (টেলিফোন), মাজিদুল ইসলাম বাজতুল (ট্রাক) ও সাজ্জাদ আহম্মেদ সাজু (গরুরগাড়ী), সহ-সাধারণ সম্পাদক পদে কবির হোসেন (ষ্টিয়ারিং), শাহীন শেখ (কলস), জাহেদুল ইসলাম (জগ), ও আজাদুল হক স্বাধীন সরকার (ফুটবল), অর্থ সম্পাদক পদে নুরন্নবী (বালতি), সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম (চাবি), সমাজ কল্যাণ সম্পাদক চাঁন মিয়া (আনারস), সড়ক সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (তালা), সোহেল রানা (সিএনজি), ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মান্নান সরকার (হাঁস), সহ-দপ্তর সম্পাদক পদে মো. জয়েন আলী (মোটর সাইকেল), সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (বেলচা), সহ-প্রচার সম্পাদক পদে রাজু আহম্মেদ (গামছা) ও সহ যোগাযোগ সম্পাদক পদে জাহিদ খান রকি (একতারা) নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মুনসী সাইফুল বারী ডাবলু জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোররাতে ফলাফল ঘোষনা করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button