রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে বাঙালী নদী থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাঙালী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (০৯অক্টোবর) দুপুরের দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, সকালের দিকে বাঙালী নদীর উক্ত স্থানে ওই নারীর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। এরপর থানায় সংবাদ দেয়া হলে লাশটি উদ্ধার করা হয়। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয়ের এই নারীর বয়স অনুমার ৩৫বছর। পড়ণে হলুদ প্রিন্টের সালোয়ার কামিজ ও বোরখা রয়েছে। ইতিমধ্যে লাশটিতে পচন ধরেছে। সম্ভবত ৭-১৪দিন আগে পরিকল্পিতভাবে এই নারীকে হত্যা করা হয়। কারণ নিহত ওই নারীর পেটে ছুরিকাঘাতে দুইটি চিহৃ রয়েছে। এছাড়া দুই পা বাধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। অন্য কোথাও তাঁকে হত্যার পর লাশটি গুম করার জন্য বাঙালী নদীতে ফেলে দেয়া হয়ে থাকতে পারে। নদীর উত্তর দিকের কোন জায়গা থেকে ভাসতে ভাসতে লাশটি এখানে এসে কচুরিপনার মধ্যে আটকে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় সংবাদ দেন। এরপর লাশটি উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে লাশটি উদ্ধারের পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button