ময়মনসিংহ বিভাগসারাদেশ

শেরপুরে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা দুই দিনে করোনায় মৃত্যু ৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলায় ক্রমেই করোনা পরিস্থিতির অবনতির হচ্ছে । প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশেষ করে জুন মাসের শুরু থেকেই শেরপুর জেলায় করোনা পিরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৮ জন। এর মধ্যে শুধু জুন মাসেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে শহরের খরমপুর ও নকলা উপজেলায় মারা গেছেন ২ জন। ২৯ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলা করোনা ফোকাল পারসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৮ জুন সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের দাড়িয়াখিলা গ্রামের সোহাগ মিয়া (২৬), নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মাস্টার (৭০) ও একই উপজেলার যোগানিয়া ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের মাহফুজুল হক। মৃত্যুবরণকারী নূর মোহাম্মদ মাস্টার বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের শ্বশুর। এছাড়া ২৯জুন মঙ্গলবার সকালে কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের নুরুজ্জামান (৩৫) ও ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙা এলাকার হারেজ আলী (৬৫) নামে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে শেরপুর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ৮৩৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭। এর মধ্যে জেলা হাসপাতালে ভর্তি আছে ৬৮জন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শেরপুরে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। করোনা প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আর যেভাবে করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, এ অবস্থা চলতে থাকলে অন্য সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অসম্ভব হয়ে পড়বে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button