রাজশাহী বিভাগসারাদেশ

সাপাহারে বাল্য বিবাহের জরিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর “সাপাহারে বাল্য বিবাহ” মাঠ পর্যায়ে ফলাফল উপস্থাপন ও কৌশল নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নুরুল হক মাষ্টার।
অনুষ্ঠানে উপজেলার তিনটি ইউনিয়নের ৮২টি গ্রামের ১১৪টি পরিবারে অনুষ্ঠিত বাল্য বিবাহের উপর জরিপ চালিয়ে ১১৪টি বাল্য বিয়ের সন্ধান পাওয়া যায়। উক্ত জরিপের ফলাফল প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। কর্মশালায় বাল্য বিবাহের কুফলের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল স্তরের কর্মকর্তাগন, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button