রাজশাহী বিভাগসারাদেশ

সাপাহারে স’মিলে ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪০ হাজার টাকা জরিমানা

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাস্তার দু’পাশে গাছের গুড়ি ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি স’মিল মালিকের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের অদুরে পোরশা রোডের জয়পুরে অবস্থিত স’মিল গুলো দীর্ঘদিন যাবত জনগুরুত্বপুর্ন ওই রাস্তায় যানবাহন চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। এ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর নের্তৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত স-মিল পট্ট্রির ৪ টি স’মিলের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ দিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাঁকী স’মিল গুলোর মালিকগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পলাতক ছিলো বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাগন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button