সারাদেশ

সিংড়ায় ঔষধ কোম্পানি প্রাতিনিধিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

সিংড়া(নাটোর)প্রতিনিধি :“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় ঔষধ কোম্পানি প্রতিনিধিদের চাকরি সুনির্দিষ্ট নীতিমালা সহ ৫দফা দাবি আদায়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)নাটোর জেলার সিংড়া শাখার আয়োজনে মানববন্ধন করা হয়েছে । শনিবার সকালে সিংড়া উপজেলা চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজনে এই মানববন্ধনে অংশ নেয় সিংড়া উপজেলার প্রায় শতাধিক রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সিংড়া শাখার সভাপতি জিয়াউল হক রুমি , সাধারণ সম্পাদক হুমাউন রশিদ,যুগ্ম সম্পাদক তপন কুমার সরকার প্রমুখ ।
৫দফা দাবি
১. সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ।
২. বর্তমান মূল্যস্থিতির সাথে সামজস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান।
৩. চাকরি নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধান সহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণায়ন।
৪. বাংলাদেশ ফারিয়াকে সরকার কতৃক সীকৃতি প্রদান।
৫. সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button