রংপুর বিভাগসারাদেশ

সেনাবাহিনীর ত্রাণ পেয়ে ফুলবাড়ীর বানভাসীদের মাঝে হাসির ঝিলিক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ৬ জুলাই সোমবার সকাল ৯টায় উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মহীন, গরীব, দুঃস্থ, অসহায় ও বানভাসী একশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন, ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেন, কর্পোরাল মাসুদ, সৈনিক মামুন, সাজ্জাদ, সেলিম, আলীম, সোহান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু প্রমুখ।
বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে এ জনপদের অনেকেই। এমনিতে কাজ হারিয়ে অসহায় অবস্থা তার উপর গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় মানবেতর জীবন যাপন করছেন বন্যাকবলিত এলাকার মানুষ। বন্যার পানি কমলেও কমেনি দুঃস্থ, গরীব অসহায় বানভাসীদের দুশ্চিন্তা। এই যখন অবস্থা তখন এসব মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়ে তাদের অকৃত্রিম ভালোবাসা আর কৃতজ্ঞতায় সিক্ত বাংলাদেশ সেনাবাহিনী। ফুলবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে ও সেনা প্রধানের নির্দেশনায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করা, বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনার বিস্তাররোধে জনগনকে সচেতন করাসহ তারা গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালনা করে চলেছে। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করার পাশাপাশি মানবতার সেবায় এখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেনা সদস্যরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button