রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে এসএসসিতে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেল ৫’শ ৫৭ জন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ২৮টির মধ্যে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ ৫ পেয়েছে ৫’শ ৫৭ জন পরীক্ষার্থী। এবারও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে নামীদামি স্বনামধন্য প্রতিষ্ঠান গুলো।
জানা যায়, সৈয়দপুরে জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ২৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯০ জন। ১১৯ জন জিপিএ৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৩৯১ জন। ৯৬ জন জিপিএ ৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সরকারি কারিগরি মহাবিদ্যালয়। প্রতিষ্ঠান থেকে ১১৭ জন পরীক্ষায় অংশগ্রহন করে সকলেই পাশ করেছে। আল-ফারুক একাডেমী থেকে ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৮৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪২ জন। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১১১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৩ জন। তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১০১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। লক্ষণপুর স্কুল এন্ড কলেজ জিপিএ ৫ পেয়েছে ১১ জন। পরীক্ষার্থী ২২৮ জন পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৮৪ জন। সৈয়দপুর হাই স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৮ জন। ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৩৪ জন। সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। ৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৭০ জন। বাঙ্গালীপুর স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৬৩ জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ৬ জন। ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৬২ জন। খালিশা বেলপুকুল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৭৭ জন। কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৬২ জন। সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ১০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৮৯ জন। সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ৫৫ জন। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ২০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১৬০ জন। হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করে ১২১ জন। এছাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ, সাতপাই উচ্চ বিদ্যালয়, কামারপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button