রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম কমল, সাধারণ সম্পাদক মোনায়মুল হক, সদস্য আরিফুর রহমান, মাহবুবুর রহমান, নিজামুল হক প্রমূখ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেশাগত সমস্যা সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) অসাম্যজস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষার ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে ৩ দফা বাস্তবাায়নের দাবি করেন।
প্রসঙ্গত, বিএনবিসি ২০২০ এর প্রজ্ঞাপনে একটি নথি পত্রে একটি অসাম্যজস্যতা পরিপ্রেক্ষিতে ডিপ্লোমাধারীদের মধ্যে একটি অসস্তোষ বিরাজ করছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button