রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত হলেন ১ হাজার ৮শ ৩১ জন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন করে আরও ১ হাজার ৮৩১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ওই কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী ও প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা দাড়াল ১৩ হাজার ১১১ জনে।
উপজেলার ওই অধিদপ্তর সুত্র হতে জানা যায়, পূর্বে পৌর ও ৫ টি ইউনিয়নে ওই কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ছিল ৭ হাজার ১০ জন,বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩১৩ জন এবং অস্বচ্ছল ও প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ছিল ১ হজার ৯৫৭ জন। ২০১৯ – ২০২০ অর্থবছরে ৬২৩ বয়স্ক, ৪৩৮ বিধবা ও স্বামী নিগৃহীতা এবং ৭৭০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। উপজেলা সমাজসেবা অফিসার জানান বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের প্রতিমাসে নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে ৫০০ এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের ৭৫০ টাকা করে দেয়া হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button