রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস পালন

নীলফামারী জেলা প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ১২ এপ্রিল নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি  উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ‘৭১ সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে শহীদ ডা: জিকরুল হক রোডে অবস্থিত স্মৃতি অম্লান চত্বরে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন। এছাড়াও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুধী জনসহ অসংখ্য মানুষ শহীদদের শ্রদ্ধা জানান।
প্রজন্ম ‘৭১ সৈয়দপুর জেলা শাখা গৃহীত অন্যান্য  কর্মসূচির মধ্যে ছিল শহরের বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সকল ভবনের শীর্ষে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ,  মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিল হয়।
উল্লেখ্য  ১৯৭১ সালের এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী সৈয়দপুরের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের ধরে নিয়ে গিয়ে ব্রাসফায়ার করে হত্যা করে। তাই  প্রতিবছরই  দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে লালন করা হয়ে থাকে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button