ময়মনসিংহ বিভাগসারাদেশ

স্বাধীনতার ৫০ বছর পর শেরপুরের সূর্যদীতে নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর শেরপুরের সূর্যদী এলাকায় নির্মিত হলো মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। আজ দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদীতে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক।
মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। এলজিইডি শেরপুরের বাস্তবায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যায় হয়েছে ৩৩লাখ ২৪হাজার ৪০৪ টাকা।
১৯৭১ সালের ২৪ নভেম্বর, সূর্যদী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এ এলাকার দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিলেন। আগুনে পুড়ে ছাই হয়েছিলো প্রায় ২শ ঘরবাড়ি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button