সারাদেশ

হালদা থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতি উদ্ধার

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ ৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের হালদা তীরবর্তী এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা, হাটহাজারী থানার এএসআই নুরুল আমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, দীর্ঘদিন ধরে একাধিক সংঘবদ্ধ চক্র হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অব্যাহত বালু উত্তোলনের ফলে হালদার বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের যন্ত্রপাতি জব্দ করে তা ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, নদীর ক্ষতি করে কাউকেই কোনো ধরনের অনৈতিক সুবিধা দেওয়া হবে না। হাটহাজারী উপজেলার যেখানে অবৈধভাবে বালু উত্তোলন করবে আমরা তা পতিহতসহ আইগত ব্যবস্থা নেব বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button