রংপুর বিভাগসারাদেশ

হিলিতে বিজিবি’র বিরুদ্ধে নারী-পুরুষকে পিটিয়ে আহত করার অভিযোগ

দিনাজপুরের হিলিতে স্থানীয় সিপি ক্যাম্পের বিজিবি’র বিরুদ্ধে কয়েকজন নারী-পুরুষকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মিনারা বেগম উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল রাতে হিলির ধরন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মিনারা বেগম অভিযোগ করেন, গতকাল রাত ৮টার দিকে আমার ছেলে মিঠু তার শুশ^রবাড়ী থেকে বাড়ীতে আসে। এসময় তাকে বাড়ীতে ঢুকতে দেখে কোন কারণ ছাড়াই হিলি সিপি ক্যাম্পের কয়েকজন বিজিবি সদস্য দৌড়ে এসে মারধর করতে থাকে। তখন ছেলের চিৎকার শুনে আমার স্বামী বাড়ী থেকে বের হয়ে প্রতিবাদ করে।
এসময় ক্যাম্পের সুবেদার ইলিয়াস মিয়া সহ আরও ৩/৪ জন বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে উঠে এবং বাড়ীতে ঢুকে আমাকে, ছেলে, ছেলের বউ, ভাতিজাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এলোপাথারীভাবে লাঠি দিয়ে পিটাই। এতে আমি ডানহাতে আঘাত পেয়ে রাত ৯টায় হাসপাতালে ভর্তি হই।
এদিকে সুবেদার ইলিয়াস মিয়া বলেন, মিঠু বিজিবি সদস্যদের শরীরে টর্চলাইট মারে। একারণে তাকে জিজ্ঞাসা করা হয়। তখন সে বিজিবি সদস্যদের গালিগালাজ করে। একপর্যায়ে সেখানে একটু মারধরের ঘটনা ঘটেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button