রংপুর বিভাগ

নীলফামারীর ডিমলায় বোরো ধান ক্রয়ের শুভ উদ্বোধন

ডিমলা নীলফামারী প্রতিনিধি : আজ ৪ জুন বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে উপজেলায় এলএসডি গুদামে অভ্যন্তরিন বোরো ধান, চাল সংগ্রহের শুভ উদ্বোধন-২০২০ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, মোঃ তফিউজ্জামান জুয়েল, খাদ্য পরিদর্শক, ডিমলা, হিমাংসু কুমার রায়, উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টুু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম-চেয়ারম্যান, ২নং বালাপাড়া ইউ.পি, খগা খড়িবাড়ী আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ হামিদুল ইসলাম সহ লোটারী বিজয়ী কৃষকগণ উপস্থিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- মহামারী করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বঝায় রেখে ধান ও চাল সংগ্রহ করতে হবে। তিনি আরো বলেন ১৯ মে -২০২০ ডিমলা হলরুমে আমার উপস্থিতিতে বোরো ধান সংগ্রহের উন্মুক্ত লাটারী অনুষ্ঠিত হয়। প্রান্তিক ও মাঝারী চাষীদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষ্যে কার্ডধারী কৃষকদের মধ্য থেকে উন্মক্ত লোটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। এই বিজয়ী কৃষকরা যেন কোন প্রকার হয়রানী না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের বলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button