রাজশাহী বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জঃ “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এসব অনুষ্ঠান হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক একেএম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসরাইল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড  এম  নূরুল হক  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। এসময় শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদেরকেই কাজ করতে হবে। মানবিক মূল্যবোধ নিয়ে সকলকে গড়ে উঠতে হবে। সমাজের সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক। পরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button