রাজশাহী বিভাগ

সাপাহারে আম বাগানে প্রায় ২০০ আম গাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গা গ্রামে ৫ টি আমবাগানে রাতের অন্ধকারে কে বা কারা প্রায় ২ শতাধিক আম গাছ কেটে ফেলেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের প্রভাষক আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান, হাসান আলী, জামাল হোসেন, রাজ্জাক কাজীর আমবাগানে গত রবিবার দিবাগত রাতের বেলা কোন এক সময় দুর্বৃত্তরা প্রায় ২শতাধিক আম গাছ কেটে আতঙ্ক সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্থ্য আম চাষীদের ধারণা ,ওই এলাকাা চিহ্নিত একটি মহল প্রতি বছর ওই গ্রামের আম বাগান গুলো আম ধরা অবস্থায় ১ বছরের জন্য ক্রয় করে থাকে। ইতোপুর্বে তারা ওই বাগান গুলো কিনে নিয়ে পাশের অন্য মালিকের বাগানের আম চুরি করে থাকে। এ বিষয়টি জানতে পেরে ওই ধরনের লোকদের কাছে এ বছর বাগান মালিকগণ বাগান বিক্রি দেয়নি । এতেই তারা ক্ষিপ্ত হয়ে বাগানের আমগাছ গুলো কেটে ক্ষতি সাধন করতে পারে বলে গ্রামবাসী ধারনা করছেন। বাশুলডাঙ্গা এলাকার ক্ষতিগ্রস্ত আম বাগান মালিকগণ ওই দুর্বৃত্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button