সারাদেশ

ফেসবুকে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় গ্রেফতার ১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আবু সালেহ সোলাইমান শামীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার শামীম ময়মনসিংহ সদর উপজেলার গোহাইলকান্দি খলিফাবাড়ি এলাকার আবু তালহার ছেলে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আবু সালেহ সোলাইমান শামীম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গত ১৫ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেন। পরে ১৬ মার্চ বিকেলে আনন্দ মোহন বিশ্ব বিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আবু সালেহ সোলাইমান শামীমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button