রংপুর বিভাগ

সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই ঈদ উপহার বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই করোনা ভাইরাসের প্রভাবে অসহায়দের ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
জানা যায়, এছাড়া আজ শুক্রবার ঘুর্ণিঝড় আম্পান এর প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টির মাঝেই সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫শ অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, চিনি, তেল, লবণ ও সাবান। এছাড়া গতকাল উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৩শ পরিবারে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। গতকাল ইউনিয়ন পর্যায়ে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল দেড় কেজি পোলাও চাল, ১ কেজি করে ডাল, চিনি, তেল, লবণ ও সাবান। এ ব্যাপারে খাতামধুপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ বলেন, সামনে ঈদ তাই দুশ্চিন্তায় ছিলাম ঈদের দিনে ভাল মন্দ কিছু খেতে পারব কি না। এর মাঝেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোথাও গিয়ে কারো কাছে যে চাইব তারও কোন উপায় নেই। এই ঝড় বৃষ্টির মধ্যেই উপজেলা চেয়ারম্যান আমাদের মত অসহায় মানুষকে ঈদের দিনে ভাল মন্দ এক বেলা খাওয়ার জন্য যে ব্যবস্থা নিয়েছেন আল্লাহ তাকে যেন দীর্ঘজীবি করেন। পৌর গোলাহাট এলাকার মজিবর নামে এক ব্যক্তি বলেন ছেলে মেয়ে নিয়ে এ অভাবের দিনে দুশ্চিন্তায় ছিলাম দু’বেলা অন্য মুখে তুলে। কিন্তু এই ঝড়ের মধ্যেই মোখছেদুল মোমিন আমাদের পাশে দাড়িয়েছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, পূর্বেও পুরো উপজেলায় অসহায় মানুষদের ব্যক্তিগত তহবিল হতে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা দেয়ার চেষ্টা করেছি সামর্থ্য অনুযায়ী। সামনে ঈদ তাই আবারও সেই অসহায় মানুষদের কষ্টের কথা চিন্তা করে সামান্য ঈদ উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, প্রায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button