জাতীয়লিড নিউজ

অবৈধ টাকার মালিকদের কাউকেই ছাড়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ উপায়ে যারা দেশে বিপুল অর্থের মালিক হয়েছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ায় পুকুড়পাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্যাসিনো ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। দেশে কোনো সন্ত্রাস-দুর্নীতিবাজ থাকবে না। সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, ‘কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দেশে অবৈধভাবে টাকা-পয়সার মালিক হয়েছে, তাদের কেউ আইনের আওতায় আনা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাটন করা হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। সুশাসন প্রতিষ্ঠা করতে যারা দেশে টেন্ডারবাজি, সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন, অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহাব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জু প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button