জাতীয়

খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

লেখক, গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের পর এবার চলে গেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০)।

বুধবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।

পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে। পরে বিএসএমএমইউতে আনা হয়।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছাড়াও কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button