জাতীয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্র্যাক এর সহযোগীতায় প্রচারণামূলক কর্মসূচী অব্যাহত

কুড়িগ্রাম প্রনিনিধি: নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশ গ্রহণ মূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান  প্রচারণার উদ্বোধন করেন। সোমবার (৫ই অক্টোবর) হতে ১০ দিন ব্যপী প্রচারণা  চালানোর উদ্ভোধন কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অানুসঠানিক ভাবে উদ্ভোধন হয়।পুরুষ এবং ছেলেদের সংযুক্তি করণ নেটওয়ার্কে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাস করণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগীতায় ও গ্রাসরুট কো-অপারেশনের আয়োজনে কুড়িগ্রাম সদর  উপজেলার ০৮ (আট) টি ইউনিয়নে নারী ও শিশুদের প্রতি নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশ গ্রহণ মূলক প্রচারণা কর্মসূচী উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহাঙ্গীর আলম, জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভার সিটি কর্মসূচীর রংপুরের ডিভিশনাল ম্যানেজার সেলিনা বেগম, টেকনিক্যাল ম্যানেজার জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি শিরিনা আক্তার, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক রেজাউল করিম খান, গ্রাসরুট কো-অপারেশন এর জেলা কো অর্ডিনেটর জহুরুল হক বুলবুল,সংস্থার মনিটরিং ‍অফিসার মোতাসিম বিল্লাহ, নেটওর্য়াক প্রতিনিধি এনায়েত ইসলাম দ্বীপসহ ০৯ (নয়) জন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ৫ই অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত মাইকিং এ প্রচারণার পাশাপাশি কুড়িগ্রাম ক্যাবল নেটওর্য়াকে মাস ব্যাপি প্রচারণার আয়োজন করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button