জাতীয়

বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন,তার কন্যা সে দেশের উন্নয়নে কাজ করছেন

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন, তার সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের উন্নয়নে কাজ করছেন। তার ঐকান্তিক চেষ্টায় আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। তিনি আরও বলেন টিএমএসএস দেশের পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এনজিওদের যথেষ্ট ভূমিকা রয়েছে। এ রকম মেলার আয়োজনের মাধ্যমে সবার মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে। পাশ্চত্য কালচারের কারণে আমাদের দেশীয় সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। বেশী বেশী মেলার আয়োজনের মাধ্যমে দেশীয় খেলাধূলা ও সংস্কৃতি চর্চা করতে হবে। যাতে আগামী প্রজন্ম এসব দেশীয় সংস্কৃতি ও খেলাধূলা ভূলে না যায়। গতকাল মম ইন বিনোদন জগৎ ঠেঙ্গামারা বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টিএমএসএস আয়োজিত “স্বাধীনতা মেলা-২০২২” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খাঁন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস এর আজীবন সদস্য ও উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস‘র পরামর্শক ও মেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খাঁন। প্রধান অতিথি বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মুজিববর্ষ পদক প্রদান করেন। ৪টি ক্যাটাগরীতে (কৃষি,সেবা,কারিগরী,আইন) বিষয়ে ২৬১ জনের মাঝে স্বাধীনতা মেলায় টিএমএসএস এর পক্ষ থেকে মুজিববর্ষ পদক প্রদান করা হয়। উল্লেখ্য মেলার সময় ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button