জাতীয়লিড নিউজস্বাস্থ্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে মানসিক সমস্যাগ্রস্ত মানুষের সংখ্যা। এর মধ্যে শিশুদের এ সমস্যা কমলেও বেড়েছে প্রাপ্তবয়স্কদের সংখ্যা। সরকারি এক জরিপে দেখা গেছে, ১৮ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে মানসিক সমস্যায় রয়েছেন ১৯ দশমিক ৩ শতাংশ। পূর্বে যা ছিল ১৬ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে ষাটোর্ধ্বের সংখ্যা ২৫ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই জরিপের ফল থেকে দেশের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরো জোরালোভাবে এগিয়ে নেওয়ার তাগিদ উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে ‘মানসিক স্বাস্থ্যে উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’—এ প্রতিপাদ্য নিয়ে আজ ১০ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা, আলোচনাসভা, কাউন্সেলিংসহ বিভিন্ন কর্মসূচি।

উল্লেখ্য, এই দিবসটি প্রথম পালিত হয় ১৯৯২ সালে। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসাবে পালন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button