জাতীয়

ভারতে গ্রেফতার সোহেল রানাকে ফেরাতে পুলিশের চিঠি

ভারতে গ্রেফতার বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরুর জন্য চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার ভারতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দেয় পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম জানান, গ্রেফতার হওয়া পুলিশ পরিদর্শক সোহেল রানা সম্পর্কে জানতে এবং তার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করতে তারা রোববার এনসিবি-নয়াদিল্লিকে একটি ই-মেইল পাঠিয়েছেন।

তিনি বলেন, “তারা (ভারত) আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এখনও বিষয়টি জানায়নি। বনানী থানার পরিদর্শক কীভাবে কোচবিহারে গ্রেফতার হয়েছেন, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। আমরা ইতোমধ্যে এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছি। যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যা ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে সামঞ্জস্য রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতার ওপর নির্ভর করবে।”

উল্লেখ্য, অনুপ্রবেশের দায়ে গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের চ্যাংড়াবান্দায় সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেফতার হন সোহেল রানা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button