জাতীয়বিনোদন

যে কারণে জামিন দেওয়া হয়নি পরীমনিকে

মাদক মামলায় গ্রেফতার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন বলে আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যেসব কারণে পরীমনির জামিন দেওয়া হয়নি উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, আসামি পরীমনির বাসা থেকে যেহেতু সাড়ে ১৮ লিটার মদ, এলএসডির মতো মারাত্মক মাদক পাওয়া গেছে, লাইসেন্স ছিল না এবং মামলাটি তদন্তনাধীন থাকায় আমরা আদালতে তার জামিনের বিরোধিতা করেছি।

শুক্রবার (১৩ আগস্ট) পরীমনির মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, আসামি পরীমনিকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে তথ্য পেয়েছেন। এখন সেসব তথ্য যাচাই-বাছাই করছেন। এ পর্যায়ে জামিনের কোনও সুযোগ নেই। আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান। আসামি পুরুষ বা নারী সেটা বিবেচনার কিছু নেই। অন্য মামলায় যাদের কাছে এসব ভয়াবহ মাদক পাওয়া যাচ্ছে তাদের কারোই জামিন হচ্ছে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button