জাতীয়

রাজধানীতে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের আহ্বান

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, যেহেতু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, সেহেতু রাত ৮টার মধ্যে আপনারা সব ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাঠ অবশ্যই বন্ধ করে দেবেন। আমাদের এটা করা অত্যন্ত প্রয়োজন।

আমরা চাই রাত ৮টার মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক।  এতে করে করোনার সংক্রমণ অনেকাংশেই কমে আসবে।

তাপস আরও বলেন, নগরবাসীর কাছে আমার দ্বিতীয় অনুরোধ, যে খাল-জলাশয়গুলো আমরা পরিষ্কার করছি আপনারা দয়া করে এসবে কোনো ধরনের বর্জ্য, ময়লা ফেলবেন না। যে পাম্প স্টেশনগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা সচল করেছি ইতোমধ্যে। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আশা করছি জলবদ্ধতা বিষয়ে ঢাকাবাসীকে আগের চেয়ে সুফল দিতে পারবো।

মাঠ পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button