জাতীয়

রাজধানীতে ২ টন পচা খেজুর জব্দ, ১২ লাখ টাকা জরিমানা

রাজধানীর বাদামতলীতে অভিযান চালিয়ে ২ টন (২০০০ কেজি) পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর প্যাকেটজাত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বাদামতলীর ফলের আড়তে এ অভিযান চালানো হয়। বিকেলে অভিযান শেষে এসব খেজুর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, ‘অভিযানে গিয়ে আমরা বিপুল পরিমাণে পচা খেজুর দেখতে পাই। এছাড়া অসাধু ব্যবসায়ীরা কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করছিল। এই অপরাধে রাজধানীর বাদামতলীর দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পচা ও মেয়াদোত্তীর্ণ দুই টন খেজুর জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মুসলমানদের পবিত্র রমজান মাস চলছে। এই মাসে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা তৈরি হয় বাংলাদেশে। কারণ খেজুর হচ্ছে রোজাদারদের ইফতারের মূল উপাদানের অংশ। এই সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যাতে পচা ও মানহীন খেজুরসহ অন্যান্য ফলমূল বাজারজাত করতে না পারে সেজন্য র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র‍্যাব-১০ এর সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযান।

এর আগে শনিবার দুপুরে র‌্যাব সদর দফতর থেকে অনলাইনে সাংবাদিকদের উদ্দেশে নবনিযুক্ত র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রমজানের খাদ্য নিরাপত্তার বিষয়ে বলেন, ‘রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেন। আমাদের নজরদারি চলছে। আশা করছি, এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এ লক্ষ্যে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, পাশাপাশি গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button