জাতীয়

রাজনীতি নিয়ন্ত্রণ করে শক্তিশালী মহল : ফখরুল

বর্তমান সময়ে শক্তিশালী দেশ ও মহল রাজনীতি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখনকার রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। এখনকার সময় রাজনীতিকে সঠিক খাতে প্রবাহিত করে না। মানুষকে রাজনীতিতে সঠিকভাবে গঠিত হওয়ার সুযোগ দেয় না। শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই এই সময় চলছে।’

আজ সোমবার দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আবদুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। এ সময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন রাজনীতিবিদরা রাজনীতি করছে না, তারা রাজনীতিতে নেই। এখন রাজনীতি নির্মিত হয় রাজনীতির বাইরে কিছু শক্তিশালী মহল, শক্তিশালী দেশের হাতে।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তারা ক্ষমতায় টিকে থাকতে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ১৯৭৫ সালে বাকশাল সৃষ্টির করেছিল। আজকেও ওই অবস্থাই সৃষ্টি করেছে। এটি একদিনে হয়নি। এর মূল বিষয়টা ছিল ওয়ান ইলেভেন।  ওয়ান ইলেভেন’র  এর মূল্য লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ, এখন সেটাই হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘জনগণের সাথে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নাই। আমলা এবং কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তির যোগসাজসে আজকে তারা ক্ষমতায় টিকে আছে।’

সরকার ঘোষিত লকডাউনের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকারকে যদি না সরানো যায়, তাহলে স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য তা পুরোপুরিভাবে ধবংস হয়ে যাবে। তাই এই সরকারকে সরাতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে-এটা এখন দেশের মানুষের দায়িত্ব।’

আবদুল আউয়াল খান ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্মৃতিতে অম্লান’ এই শীর্ষক সভায় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। ফাউন্ডেশনের আহবায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ ও প্রয়াত আবদুল আউয়াল খানের ছেলে আসাদুজ্জামান খান। গত বছরের ২০ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান আব্দুল আউয়াল খান

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button