জাতীয়

রূপপুরে এক দিনের ব্যবধানে ২ রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এক দিনের ব্যবধানে রাশিয়ার দুই নাগরিকের মৃত্যু হয়েছে। এরা হলেন শাকিরভ মাকসিম (৩৯) ও বারচেনকো আলেক্সেই (৩৪)। দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ছিলেন।

রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শাকিরভ মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘টেস্ট রোসেম’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে প্রকল্পের আবাসিক ভবন গ্রিন সিটিতে থাকতেন। বুধবার সকালের দিকে তাকে ফ্ল্যাটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক সহকর্মী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে শুক্রবার রাতে ‘ভিডিএমইউ’ নামের এক সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বারচেনকো আলেক্সেই প্রকল্পের কাজে যোগ দেওয়ার জন্য বের হন। মাইক্রোবাসযোগে প্রকল্প এলাকায় যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বারচেনকোর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার মারা যাওয়া শাকিরভের মরদেহ ময়নাতদন্তের পর শনিবার রুশ দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button