জাতীয়

শবে বরাতে বাজি পটকা ফোটানো নিষেধ

সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা বহন ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৮ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ করেছেন।

২০১৭ সালে মিরপুরের কুর্মিটোলা বিহারি ক্যাম্পে বাজি-পটকা ফোটানো নিয়ে শুরু হওয়া সংঘর্ষের পরে একই পরিবারের নয়জনকে পুড়িয়ে হত্যা করা হয়। গুলিতে আরেকজনের মৃত্যু হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button