জাতীয়

শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে আব্দুল মান্নান ইলিয়াস

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের ভূমিকা পালন করবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এই আদেশ জারি করে বলেছে, নিয়মিত কোনো মহাপরিচালক যোগ না দেওয়া পর্যন্ত আব্দুল মান্নান ইলিয়াস ওই দায়িত্বে থাকবেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১০ এপ্রিল শেষ হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে তিনিই একটানা সবচেয়ে বেশি সময় এ দায়িত্ব পালন করলেন।

২০১১ সালের এপ্রিলে শিল্পকলার মহাপরিচালক হওয়ার পর চার দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে সরকার তাকে একুশে পদক দেয়।

শিল্পকলার দায়িত্ব পাওয়া আব্দুল মান্নান ইলিয়াস এর আগে অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button