জাতীয়

হেফাজতের হরতালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর বাইরেও খুব একটা প্রভাব পড়েনি স্বাভাবিক জীবনযাপনে। সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কের মোড়ে মোড়ে রয়েছে পুলিশ মোতায়েন।

হেফাজত-অধ্যুষিত চট্টগ্রামেই ছিল না হরতালের কোনো রেষ। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই যানবাহন চলাচল ছিল পুরোপরি স্বাভাবিক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, ‘নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং যান চলাচল খুবই স্বাভাবিক। কোনো ধরনের মিছিল এবং পিকেটিংও দেখা যায় নাই।’

একই চিত্র বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, রংপুর, যশোরেও। নিরুত্তাপভাবে পালন হয় হরতাল। অফিস কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানও স্বাভাবিক নিয়মে খোলা। রাস্তায় হেফাজতের কোনো অবস্থান না থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল সুসংহত।

তবে নারায়ণগঞ্জে হরতাল বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করে হেফাজত নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ ছাড়া গাইবান্ধায় বিক্ষোভ মিছিল বের করতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শহরে জোরদার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button