জাতীয়

২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে করোনা বিপর্যের মধ্যে ডেঙ্গু পরিস্থিতিও দিন দিন অবনতি ঘটছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তিহয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

তাদের মধ্যে ঢাকায় ২১৮ জন এবং বাকি ১৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। এডিস মশাবা হিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৬২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮২৮ জন এবং ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ২৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারজন মৃত্যুর তথ্য পাঠানো হয়।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button