জাতীয়

২৯ ডাক্তার-স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, ৩ জন আইসিইউতে

করোনা ভাইরাস মোকাবেলায় যোদ্ধার মতো লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তারপরও আলোচনা-সমালোচনার শিরোনাম হয়েছেন তারা। কিন্তু বিশ্বের অন্যান্য জায়গার মতো প্রাণঘাতি এই ভাইরাস থেকে রক্ষা পাননি বাংলাদেশের চিকিৎসকরাও।

চিকিৎসকসহ ২৯ জন স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের মঞ্চ বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। তাদের মধ্যে তিন চিকিৎসক কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বিডিএফ মনে করছে, রোগীরা রোগের তথ্য প্রকাশ না করা, চিকিৎসকদের জন্য সঠিক মানসম্মত সুরক্ষা পোশাক পর্যাপ্ত না থাকা এবং করোনার পরীক্ষা-নিরীক্ষার সংখ্যা কম হওয়ায় চিকিৎসকেরা আক্রান্ত হচ্ছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক নিরূপম দাশ বলেন, রোগী অনুপাতে বাংলাদেশে চিকিৎসকদের আক্রান্তের হার বেশি। এভাবে চলতে থাকলে আরও বহু চিকিৎসক আক্রান্ত হবেন এবং সেবাব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button