খেলা

অনূর্ধ্ব-২১ নারী হকি খেলতে সিঙ্গাপুরের পথে বাংলাদেশের মেয়েরা

দেশের বাইরে আন্তর্জাতিক হকিতে প্রথমবারের মতো খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশের মেয়েরা। আর এই বিদেশ গমনের মধ্যে দিয়ে বাংলাদেশের হকিতে নতুন ইতিহাস লেখা হলো। আসন্ন এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকিতে খেলতে আজ বুধবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় মিতু-স্বর্ণারা।

আগামী ৯ সেপ্টেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপরে দ্বিতীয় ম্যাচ ১০ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে, তৃতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে, ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ১৫ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এই দলগুলোর মধ্যে শীর্ষ দুই জুনিয়র নারী দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল
প্রধান কোচ : তারিকুজ্জামান নান্নু।
সহকারী কোচ : হেদায়েতুল ইসলাম রাজীব ও শহিদুল্লাহ টিটু।
সমন্বয়ক : পারভীন নাসিমা পুতুল।
খেলোয়াড় : সুমি আক্তার, রিয়া আক্তার স্বর্ণা (সহ অধিনায়ক), রিতু খানম (অধিনায়ক), জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়ামনি, পারভীন আক্তার, লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার মনি, মোকসেদা আক্তার মুন্নী, নাদিরা, নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল ও তাসমিম আক্তার মিম।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি
৯ সেপ্টেম্বর : বাংলাদেশ-সিঙ্গাপুর
১০ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা
১২ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং
১৪ সেপ্টেম্বর : বাংলাদেশ-উজবেকিস্তান
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-চাইনিজ তাইপে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button